ভারত-পাকিস্তান মধ্যকার সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে দুই দেশের বিনোদন জগতেও ব্যাপক ঝড় চলছে। শিল্পী ও কলাকুশলীদের নিষিদ্ধ করাসহ অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করছে দুই দেশ।অথচ, বিরোধ মেটাতে দুই দেশের রাজনৈতিক দলগুলো বছরের পর বছর ধরে চেষ্টা চালিয়েও যা পারেনি তার খানিকটা হলেও সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে পূরণ হয়েছিল। অসংখ্য শান্তি আলোচনার পরও চিরবৈরি এ দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না হলেও সিনেমা, টিভি এবং সংগীত জগতের মতো সাংস্কৃতিক বিনিময়গুলো দুই দেশের মানুষের মধ্যে ঠিকই বন্ধন তৈরি করে দিতে পেরেছিল।সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের বেশ ভালোরকমের বিচরণ দেখা গেছে। আবার পাকিস্তানের বিনোদন জগতে ভারতীয় শিল্পীদের আনাগোনার সংখ্যাটাও কম নয়।
Share!