রাজবাড়ী থানার অদূরে স্কুল ছাত্র সাদককে (১৩) কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সোয়া ৮টায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী এক গৃহবধূ জানায়, তিন কিশোর থানার পেছনের রাস্তা দিয়ে সরকারি মৎস্য খামারের বাউন্ডারি গলিপথ পাড় হয়ে একটু নিচু স্থানে সাদবাবু নামের ছেলেটিকে মারতে থাকে। এর মধ্যে ওর সমবয়সী ছেলেটি জোর করে মাটিতে ফেলে দেয় এবং সাইজে লম্বা ছেলেটি (মাথায় হুটগেঞ্জি পরা) ওকে উপর্যুপরি চাকু দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে মৃতপ্রায় ছেলেটির আর্তচিৎকারের পরও তারা মৃত্যূ নিশ্চিত করতে তৎপর থাকেপ্রত্যক্ষদর্শী ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা থানার পাশদিয়ে নির্বিঘেœ চলে যায়। পরে সাদকে মুমূর্ষু অবস্থায় রাজবাড়ী হাসপাতালে নেয়ার পর জরুরিভাবে অপারেশন থিয়েটারে তার অপারেশন চলছে।সাদের ভাই সাজ্জাদ জানায়, সকাল সাড়ে ৬টায় শহরের বিনোদপুরে তার স্কুল শিক্ষক লিয়াকত হোসেনের কাছে প্রাইভেট পড়তে যায়। সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যায়।তার শিক্ষক লিয়াকত হোসেন জানান, প্রতিদিনের মতো সাদ সকাল ৭টায় তার বাসায় পড়া শেষ করে ৮টার দিকে চলে যায়।রাজবাড়ী হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল হান্নান জানান, রোগীর অবস্থা আশংকামুক্ত নয়। তার শরীরে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। গলার ডানপাশে চাকু দিয়ে কোপানো, এতে রগ কাটার চিহ্ন রয়েছে।সাদের বাবা সামরিক বাহিনীর অপসরপ্রাপ্ত কর্মচারি সোবহান সেখ বর্তমানে শহরের বিসিক এলাকার রিফুজি পাড়ায় বাড়ি করে বসবাস করেন। তিনি জানান, তার ছেলে অংকুর স্কুল ও কলেজের ৭ম শ্রেণির ছাত্র।রাজবাড়ী থানার অদূরে স্কুল ছাত্র সাদককে (১৩) কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সোয়া ৮টায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী এক গৃহবধূ জানায়, তিন কিশোর থানার পেছনের রাস্তা দিয়ে সরকারি মৎস্য খামারের বাউন্ডারি গলিপথ পাড় হয়ে একটু নিচু স্থানে সাদবাবু নামের ছেলেটিকে মারতে থাকে। এর মধ্যে ওর সমবয়সী ছেলেটি জোর করে মাটিতে ফেলে দেয় এবং সাইজে লম্বা ছেলেটি (মাথায় হুটগেঞ্জি পরা) ওকে উপর্যুপরি চাকু দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে মৃতপ্রায় ছেলেটির আর্তচিৎকারের পরও তারা মৃত্যূ নিশ্চিত করতে তৎপর থাকে।প্রত্যক্ষদর্শী ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা থানার পাশদিয়ে নির্বিঘেœ চলে যায়। পরে সাদকে মুমূর্ষু অবস্থায় রাজবাড়ী হাসপাতালে নেয়ার পর জরুরিভাবে অপারেশন থিয়েটারে তার অপারেশন চলছে।সাদের ভাই সাজ্জাদ জানায়, সকাল সাড়ে ৬টায় শহরের বিনোদপুরে তার স্কুল শিক্ষক লিয়াকত হোসেনের কাছে প্রাইভেট পড়তে যায়। সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যায়।তার শিক্ষক লিয়াকত হোসেন জানান, প্রতিদিনের মতো সাদ সকাল ৭টায় তার বাসায় পড়া শেষ করে ৮টার দিকে চলে যায়।রাজবাড়ী হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল হান্নান জানান, রোগীর অবস্থা আশংকামুক্ত নয়। তার শরীরে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। গলার ডানপাশে চাকু দিয়ে কোপানো, এতে রগ কাটার চিহ্ন রয়েছে।সাদের বাবা সামরিক বাহিনীর অপসরপ্রাপ্ত কর্মচারি সোবহান সেখ বর্তমানে শহরের বিসিক এলাকার রিফুজি পাড়ায় বাড়ি করে বসবাস করেন। তিনি জানান, তার ছেলে অংকুর স্কুল ও কলেজের ৭ম শ্রেণির ছাত্র।রাজবাড়ী থানার অদূরে স্কুল ছাত্র সাদককে (১৩) কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সোয়া ৮টায় এ ঘটনা ঘটপ্রত্যক্ষদর্শী এক গৃহবধূ জানায়, তিন কিশোর থানার পেছনের রাস্তা দিয়ে সরকারি মৎস্য খামারের বাউন্ডারি গলিপথ পাড় হয়ে একটু নিচু স্থানে সাদবাবু নামের ছেলেটিকে মারতে থাকে। এর মধ্যে ওর সমবয়সী ছেলেটি জোর করে মাটিতে ফেলে দেয় এবং সাইজে লম্বা ছেলেটি (মাথায় হুটগেঞ্জি পরা) ওকে উপর্যুপরি চাকু দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে মৃতপ্রায় ছেলেটির আর্তচিৎকারের পরও তারা মৃত্যূ নিশ্চিত করতে তৎপর থাকে।প্রত্যক্ষদর্শী ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা থানার পাশদিয়ে নির্বিঘেœ চলে যায়। পরে সাদকে মুমূর্ষু অবস্থায় রাজবাড়ী হাসপাতালে নেয়ার পর জরুরিভাবে অপারেশন থিয়েটারে তার অপারেশন চলছে।সাদের ভাই সাজ্জাদ জানায়, সকাল সাড়ে ৬টায় শহরের বিনোদপুরে তার স্কুল শিক্ষক লিয়াকত হোসেনের কাছে প্রাইভেট পড়তে যায়। সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যায়।তার শিক্ষক লিয়াকত হোসেন জানান, প্রতিদিনের মতো সাদ সকাল ৭টায় তার বাসায় পড়া শেষ করে ৮টার দিকে চলে যায়।রাজবাড়ী হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল হান্নান জানান, রোগীর অবস্থা আশংকামুক্ত নয়। তার শরীরে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। গলার ডানপাশে চাকু দিয়ে কোপানো, এতে রগ কাটার চিহ্ন রয়েছে।সাদের বাবা সামরিক বাহিনীর অপসরপ্রাপ্ত কর্মচারি সোবহান সেখ বর্তমানে শহরের বিসিক এলাকার রিফুজি পাড়ায় বাড়ি করে বসবাস করেন। তিনি জানান, তার ছেলে অংকুর স্কুল ও কলেজের ৭ম শ্
রাজবাড়ীতে স্কুল ছাত্রকে কুপিয়ে মারাত্মক জখম
Share!