চট্টগ্রামে জন্মের পর মৃত ঘোষিত সেই নবজাতক শেষপর্যন্ত মারা গেছে। কিছুক্ষণ আগে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। যদিও ঘটনা তদন্তে একটি কমিটি করেছেন জেলা সিভিল সার্জন ।এক চিকিৎসক দম্পতির এই নবজাতককে জন্মের পর মৃত ঘোষণা করেন সিএসসিআর হাসপাতালের চিকিৎসক। পরে তার অভিভাবকরা জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে ভর্তি করায় ম্যাক্স হাসপাতালে। আজ সেখানে মারা গেছে নবজাতক। ঘটনা তদন্তে গঠিত কমিটিকে তিনদিনের রিপোর্ট দিতে বলেছেন সিভিল সার্জন। অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
Share!