বাংলাদেশ ক্রিকেটের সেরা অধিনায়ক মাশরাফি মুর্তজার জন্মদিন আজ। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে নানার বাড়ি জন্মগ্রহণ করেন তিনি। এই হিসেবে আজ তিনি ৩৪ বছর বয়সে পা দিলেন। কিন্তু নিজের জন্মদিনে বরাবরের মতো এবারও আড়ম্বরহীন। আনুষ্ঠাতিক জন্মদিন তিনি কখনো পালন করেন না। নিজের জন্মদিকে কেক কাটেন না। এমন কি নিজের সন্তানের জন্মদিনেও নয়। তবে কেউ পালন করলে তাকে ‘না’ করেন না। আনুষ্ঠানিকভাবে কেন নিজের জন্মদিন পালন করেন না তার ব্যাখ্যা দিলেন মাশরাফি। নানা এবং মায়ের ভাবনাকে সম্মান জানাতেই জন্মদিনে কেক কাটা বা উৎসব করেন না বলে জানালেন তিনি। জন্মদিন উপলক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘নানা বাড়িতে বড় হয়েছি। আমার প্রথম জন্মদিন কিন্তু ধুমধাম করেই পালন করেছিলেন আমার মা। নানা শুধু দেখেছেন। অনুষ্ঠান সব শেষ হওয়ার পর নানা মাকে ডেকে বললেন, ‘ধরো তোমার ছেলে যদি ৭০ বছর বাঁচে তাহলে ওর বয়স কমছে না বাড়ছে?’। মা মাথা নীচু করে বললেন, ‘কমছে’। নানা তখন বললেন, ‘তাহলে এভাবে উৎসব না করে গরীব-দু:খীদের খাওয়াতে পারো, নফল নামাজ পড়তে পারো’। আম্মা হয়ত তারপর সেটাই আঁকড়ে আছেন। আমার বোধ হওয়ার পর দেখিনি আমার পরিবারে কারও জন্মদিন উৎসব করে পালন করা হয়েছে। উইশ করা বা এ ধরনের কিছু তো হয়ই। তবে পালন করা হয় না। আমিও ছেলেমেয়েদের জন্মদিনে কেক কাটি না বা পালন করি না। হয়ত ঘুরতে যাই ওদের নিয়ে বা একসঙ্গে সময় কাটাই। তার মানে এই নয় যে, যারা পালন করে তারা ঠিক করে না। সবার নিজস্ব ব্যাপার। আমার মায়ের ভাবনাকে সম্মান করে আমি আমাদের পরিবারে জন্মদিন পালন করি না।
অধিনায়ক মাশরাফি মুর্তজা নিজের জন্মদিকে কেক কাটেন না
Share!