মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল এলাকার এক পুকুর থেকে সোমবার বেলা ১১ টার দিকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্রীনগর থানার এস আই আবুল কালাম আজাদ মরদেহ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা পুকুরে মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত্মের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহটি ৩-৪ দিনের আগের হওয়ায় গলে-পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। মুন্সীগঞ্জ প্রতিনিধি
Share!