ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে আজহার আলীর দল।শারজায় টস জিতে পাকিস্তানের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া যে ভুল ছিল না তা প্রমাণ করেই ছাড়েন বাবর আজম ও শোয়েব মালিক। এই দুইজনের জুটিতে ৫ উইকেটে ৩৩৭ রানের বিশাল সংগ্রহ গড়ে তারা। যেখানে বাবর একাই করেন সর্বোচ্চ ১২৩। ১২৬ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছয়। আর ৮৪ বলে ৩টি চার ও ৬টি ছয়ে ৯০ রান করেন মালিক। এছাড়া ৬০ রানে অপরাজিত থাকেন সরফরাজ।জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ব্রাভো করেন সর্বোচ্চ ৬১ রান। ৫৭ রান করেন মারলন স্যামুয়েলস।ক্যারিবীয়দের ইনিংসে রান আউটই হন তিনজন। এছাড়া দুটি নেন ওয়াহাব রিয়াজ আর একটি করে নেন ইমাদ ও আমির
Share!