চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে মাল্টা চাষে পাওয়া গেছে অভূতপূর্ব সাফল্য। গড়ে উঠছে নতুন নতুন বাগান। প্রচুর ফলন এসেছে সুমিষ্ট বারি-১ জাতের মাল্টার।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় দু’বছর আগে প্রায় দেড় বিঘা জমিতে দুশ’ বারি মাল্টার চারা রোপন করেন কৃষক মতিউর রহমান। প্রতিটি গাছেই এবার ফলন এসেছে প্রচুর। এক একটি গাছে মাল্টা পাওয়া গেছে প্রায় একশ’টি। মতিউর রহমান বলেন, এসব মাল্টা প্রচুর মিষ্টি ও রসালো। তবে এই মাল্টা একটু সবুজ রঙের। পুরোপুরি হলুদ হবে না। অবশ্য ব্যাগিং করলে আবার পুরোই হলুদ হয়ে যাবে।মতিউর রহমানের দেখাদেখি মাল্টা চাষে আগ্রহী হয়েছেন অনেকে। চাঁপাইনবাবগঞ্জের আরেক কৃষক নাসিমা রহমান জানান তাকে দেখেই মাল্টা চাষে আগ্রহী হয়েছেন তিনি। বরেন্দ্র এলাকার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য দারুণ উপযোগী বলে জানায় কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজদার রহমান বলেন, আশেপাশের অনেক চাষী তার কাছ থেকে চারা নিয়ে বাগান শুরু করেছে। এবং তারাও লাভবান হচ্ছেন। প্রতিটি গাছে ফলের পরিমাণও অনেক ভালো। এ বছর জেলায় প্রায় দেড়শ’ বিঘা জমিতে মাল্টার চাষ হয়েছে।
প্রায় দেড়শ’ বিঘা জমিতে মাল্টার চাষ
Share!