Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

চট্টগ্রামে একসঙ্গে ছয় সন্তানের জন্ম

চট্টগ্রামের ফটিকছড়িতে রাবিয়া আনোয়ার (২৫) নামে এক মা একসঙ্গেই ছয় সন্তান জন্ম দিয়েছেন। তবে ভূমিষ্ঠ ওই ছয় শিশুর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার পর নগরীর জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে একটি ছেলে আর পাঁচটি কন্যা সন্তানের জন্ম দেন ওই মা।সন্তান জন্মদানকারী রাবিয়া আনোয়ার (২৫) ফটিকছড়ি উপজেলার ছাদেক নগরের বাসিন্দা আবুধাবী প্রবাসী ইয়াকুবের স্ত্রী। দ্বিতীয়বার সন্তান প্রসবের সময় এ ঘটনা ঘটে। এরআগে তার জেসমিন নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, ভূমিষ্ঠ হওয়া ওই ছয় সন্তানের মধ্যে এখন দুইজন বেঁচে আছে। তারা মাতৃসদন হাসপাতালে মায়ের সঙ্গে আপাতত সুস্থ অবস্থায় রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপরিপক্ক অবস্থায় গর্ভধারণের ২৪ সপ্তাহের মধ্যে ভূমিষ্ঠ হওয়া এসব সন্তানদের ওজনও খুব কম হয়েছে।জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের প্রধান নির্বাহি কর্মকর্তা ডা. রুবি দত্ত বলেন, সকালে একইসঙ্গে ছয়টি সন্তান জন্ম দেন রাফিয়া আনোয়ার। মাত্র ২৪ সপ্তাহের গর্ভধারণ অবস্থায় সম্পূর্ণ স্বাভাবিকভাবে কোনো ধরণের অস্ত্রপচার ছাড়াই এসব সন্তান জন্ম দেন তিনি।প্রসবকৃত স্বাভাবিক সন্তানের ওজন ২ হাজার ৫০০ গ্রাম হওয়ার কথা থাকলেও ভূমিষ্ঠ এসব সন্তানের মধ্যে তিনজনের ওজন পাঁচশ গ্রাম অপর তিনজনের ওজন ছয়শ গ্রাম।  অপরিপক্ক অবস্থায় এসব সন্তান ভূমিষ্ঠ হয়। এদের মধ্যে চার শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top