জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ ওভারে ১ উইকেট হারিয়ে ২ রান। তামিম ১ এবং মাহমুদুল্লাহ ০ রান নিয়ে ব্যাট করছেন। লিটন কুমার দাস ০ রানে আউট হয়েছেন।শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস নামক ভাগ্য পরীক্ষায় জয় লাভ করেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগাম্বুরা। টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান তিনি। এদিন সৌম্য সরকারের পরিবর্তে দলে ডাক পাওয়া ইমরুলকে মূল একাদশে রাখা হয়নি।এদিকে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজকে ঘিরে স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অস্ট্রেলিয়া নিরাপত্তার কথা বলে সিরিজ স্থগিত করায় বিসিবি এই সিরিজে নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিয়েছে।জানা গেছে, স্টেডিয়ামে প্রবেশের সময় দর্শকদের তিনবার করে শরীর তল্লাশি করা হচ্ছে।এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলে পাবে মাত্র এক পয়েন্ট। আর বাংলাদেশ যদি এক ম্যাচ হারে তাহলে দুই পয়েন্ট হারাবে মাশরাফিরা।তবে বাংলাদেশ নিজেদের মাটিতে টানা তিনটি সিরিজ (পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারত) জয় লাভ করেছে। এছাড়া বিশ্বকাপেও দারুণ চমক দেখিয়েছে। এর আগে বাংলাদেশ জিম্বাবুয়ে সর্বশেষ মুখোমুখি হয় গত বছরের নভেম্বর-ডিসেম্বরে। তখন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়লাভ করে টাইগাররা।বাংলাদেশ একাদশ:মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, আল-আমিন, লিটন দাস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানী ও মুস্তাফিজুর রহমান।জিম্বাবুয়ে একাদশ :এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, চামু চিবাবা, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রিচমন্ড মুতুমবামি, তিনাশে পানিয়াঙ্গারা, তাওয়ারি মুজারাবানি, ম্যালকম ওয়ালার ও শেন উইলিয়ামস।
সাজঘরে লিটন
Share!