চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর বন্দরের প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ তাদের ডাকা ধর্মঘট আগামী ৪ঠা অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। শুক্রবার সকালে সিএমপি কমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক থেকে নেতারা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে কথা বলেন। আগামী ৪ঠা অক্টোবর ধর্মঘট আহবানকারী সংগঠনের নেতাদের সঙ্গে মন্ত্রী ঢাকায় বৈঠক করার কথা জানালে তারা এ দিন পর্যন্ত ধর্মঘট স্থগিত করেন। পাঁচদিন ধরে চলা ধর্মঘটের কারণে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার চট্টগ্রাম বন্দরে ঢুকতে পারছিল না। এতে বন্দরে কনটেইনার খালাসে অচলাবস্থা দেখা দেয়। বন্দরে ধারণ ক্ষমতার বেশি কনটেইনার জমা হওয়ায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছিলেন বন্দর সংশ্লিষ্টরা। বিষয়টি সুরাহা করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে কয়েক দফা উদ্যোগ নেয়া হলেও তা ব্যর্থ হয়।
চট্টগ্রাম বন্দরে কনটেইনার খালাসে অচলাবস্থা
Share!