আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ তথা সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।প্রথম ম্যাচে সাত রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে হেরে যায় বাংলাদেশ। ফলে, সিরিজ জেতার জন্য শেষ ম্যাচটিতে টাইগারদের জয়ের কোনও বিকল্প নেই।প্রথম দুই ম্যাচে তিন পেসার ও এক স্পিনার নিয়ে খেললেও আজ দুই পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। গতদিন উভয় দল স্পিনে সাফল্য পেয়েছে। আজকের পিচও স্পিন সহায়ক হবে। আবহাওয়ার পূর্বাভাসে আজ বৃষ্টির সম্ভাবনা নেই।আজকের ম্যাচ সামনে রেখে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা বলেছেন, দুই দলের উপরই চাপ রয়েছে। কারণ, এটি আন্তর্জাতিক ম্যাচ। তারা যে আইসিসির সহযোগী দেশ এই কথাটি কখনও আমাদের মনে আসে না। তারা একটি শক্তিশালী দল।অন্যদিকে, আফগানিস্তান যদি সিরিজ জিততে পারে তাহলে সেটি তাদের জন্য বিশাল ব্যাপার হবে। এর আগে তারা টেস্ট খেলুড়ে দেশের মধ্যে শুধু জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জিতেছে।আফগানিস্তান দলের হাশমতউল্লাহ শহীদি বলেছেন, গত এক বছর ধরে আফগানিস্তান ক্রিকেট দল উন্নতি করছে। আমাদের বর্তমান কোচ লালচাঁদ রাজপুত আমাদের জন্য কঠোর পরিশ্রম করছেন। তিনি আমাদের সবসময় আত্মবিশ্বসী করে তোলেন। তিনি আমাদের বলেন, আমরা বিশ্বের সেরা দল। প্রতিটি দলের বিরুদ্ধে তিনি আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে বলেন। তিনি আমাদের শেখাচ্ছেন কিভাবে ৫০ ওভারের ক্রিকেট খেলতে হয়, কিভাবে সিঙ্গেলের উপর মনোযোগ দিয়ে ম্যাচের শেষ পর্যন্ত খেলতে হয়।বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস/সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোশাররফ হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ।আফগানিস্তান একাদশ (সম্ভাব্য): মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নওরোজ মঙ্গল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আসঘার স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশীদ খান, মিরওয়াইজ আশরাফ, দৌলৎ জাদরান, নাভিন-উল-হক।
দুপুর আড়াইটায় সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ
Share!