বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকায় পা রেখেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ২৫৮ ফ্লাইটে ঢাকায় এসেছে ৩৪ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল। এই দলে ১৬ ক্রিকেটার ছাড়াও রয়েছে আরও ১৮ জনের বড় দল। ক্রিকেটারদের বাইরে এই তালিকাতে আছেন নিরাপত্তা প্রতিনিধি, ইসিবিরি কর্মকর্তা ও কোচিং ষ্টাফ।ইংল্যান্ড ক্রিকেট দল ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এর পর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট, আর ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।প্রসঙ্গত, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার পর সফর নিয়ে জটিলতা তৈরি হয়। তাই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে ১৭ আগস্ট ঢাকায় আসে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল। ৩ সদস্যের দলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ২০ আগস্ট ঢাকা ছেড়ে যায়। দেশে ফিরে নিরাপত্তা দলের প্রধান রেড ডিকাসন বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন। বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়ে সফর করার ব্যাপারে সিদ্ধান্ত জানায় বিশ্বের অন্যতম শক্তিধর এই ক্রিকেট বোর্ড।
Share!