আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য ১৩ সদস্যের বাংলাদেশ দল গুছিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে পেসার বল হোসেনকে বসিয়ে রেখে স্কোয়াডে রাখা হয়েছে বাঁ-হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলকে। গেল দুই ম্যাচে স্পিন আক্রমণ ভুগিয়েছে বাংলাদেশকে। বিশেষ করে সাদামাটা ছিলেন বাঁ-হাতি তাইজুল। মূলত সাকিব আল হাসান আর সদ্য অভিষেক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের পাশে আরেকজন দক্ষ হাত আনতেই আট বছর পর দলে ফেরানো হল ৩৪ বছর বয়সী রুবেলকে। ২০০৮ সালের মার্চে জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে খেলেছিলেন মোশাররফ হোসেন রুবেল। এরপর বিতর্কিত ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) চলে যাওয়ায় অনেকদিন তাকে বিবেচনার বাইরে রাখা হয়। সর্বশেষ তিন বছর আগে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্কোয়াডে থাকলেও সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফিক্সিং কেলেঙ্কারিতে প্রথমে তার নাম আসলেও পরে বিশেষ ট্রাইবুন্যাল তাকে মুক্তি দেয়। বাঁ-হাতি এই স্পিনার প্রথমে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন না। কিন্তু, হাইপারফরম্যান্স ইউনিটের কোচ হয়ে এসে অল্পদিনেই তাকে পছন্দ করে ফেলেন ভেঙ্কটপতি রাজু। তারই সুপারিশে তাকে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাকা হয়। সেখান থেকে চলে আসেন ২০ সদস্যের ওয়ানডে পুলে।