আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সফরকারীরা। ম্যাচের স্কোরকার্ড বাংলায় দেখতে চোখ রাখুন ঢাকাটাইমসে। সর্বশেষ ওভারের তথ্য পড়তে রিফ্রেশ করুন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।আজ ওয়ানডে অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকতের। ইমরুল কায়েসের পরিবর্তে তাকে মাঠে নামানো হবে।
Share!