র্যাম্প মডেল দিয়েই যাত্রা শুরু সাঈদ খান,এরপরে নার্গিস আক্তারের হাত ধরে বাংলাদেশে পদার্পণ। তারপরের গল্পগুলো এগিয়ে যাওয়ার। আগেই জানা ছিল তিনি এই গুণী পরিচালকের ‘যৈবতী কন্যার মন’ ছবিতে অভিনপয় করছেন। এবার সাঈদকে দেখা গেল ছবিটির শুটিং স্পট থেকে। প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের সাড়া জাগানো মঞ্চ নাটক ‘যৈবতী কন্যার মন’ অবলম্বনে ছবিটির নির্মাণ কাজ চলছে। কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হচ্ছে। ছবিটির প্রধান চরিত্র শঙ্করের রূপেই দেখা গেল সাঈদ খানকে।সাঈদ খান ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টিকের ‘জুয়েল অব ইন্ডিয়া’ প্রতিযোগিতায় ‘সাউথ এশিয়ান প্রিন্স’ খেতাব পেয়েছিলেন। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দক্ষিণ এশিয়ার সব দেশের মডেল। ৫০ প্রতিযোগীকে টপকে এই খেতাব পান সাঈদ। গত বছরই সাঈদ খান নিউ ইয়র্ক ফ্যাশন উইকেও হলিউড-বলিউডের বিখ্যাত তারকাদের পাশাপাশি জনপ্রিয় সব ফ্যাশন ডিজাইনারদের পোশাকে মঞ্চ মাতিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, সোহা আলী খান, নেহা ধুপিয়াসহ অনেকের সঙ্গেই র্যাম্পে হেঁটেছেন। ওয়েস্টার্ন থেকে ইস্টার্ন সবদিকেই যেন সমান তালে পা রাখতে চান সাঈদ খান। আর তাই তো নারগিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’-এ দিয়ে এদেশের চলচ্চিত্র অঙ্গনেও প্রভাব ফেলতে চান.
‘যৈবতী কন্যার মন’ এ সাঈদ খান
Share!