২০১০ সালে রাজধানীর উত্তরা থানায় দায়ের করা এই মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।আজ মঙ্গলবার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ওই ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।একই সঙ্গে আগামী ২৪ অক্টোবর এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেছেন আদালত।২০১০ সালের ১৯ এপ্রিল মহিউদ্দিনকে শেরেবাংলা নগর থানার পুলিশ গ্রিন রোডের বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে তিনি এই কোর্ট থেকে জামিন পান। এরপর থেকে মহিউদ্দিন জামিনে আছেন। ২০১০ সালের ২১ সেপ্টেম্বর হিযবুত তাহরীর নিষিদ্ধ হওয়ার পর থেকে বাসায়ই গৃহবন্দি ছিলেন মহিউদ্দিন।