কুড়িগ্রামের চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে দরিদ্র পরিবারের জন্য ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ উদ্বোধনের পর সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী।প্রতিটি বাবা-মাকে তাদের সন্তানের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বাবা-মাকে তাদের সন্তানের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান তিনি।এ সময় শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা লক্ষ্য রাখবেন কোনো শিক্ষার্থী দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত কিনা। থাকলে কেন অনুপস্থিত, তাদের সমস্যা কি জানার চেষ্টা করুন।প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধপারাধীর বিচার হচ্ছে। বাংলাদেশ অভিশাপমুক্ত হচ্ছে। তিনি আরও বলেন, দারিদ্র বিমোচনে সরকার কাজ করছে। বাংলাদেশের মানুষ আর না খেয়ে থাকবে না, রোগে ভুগে মানুষ মারা যাবে না।মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই পাঁচ মাস হতদরিদ্র ৫০ লাখ পরিবার ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবেন। বিধবা ও প্রতিবন্ধী নারীদের এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত একটি কমিটি হতদরিদ্র পরিবারের সংখ্যা ঠিক করে তাদের কার্ড দেবে।