অস্ট্রেলিয়ার রেকর্ডে বড় ভূমিকা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম ওপেনিংয়ে নামা ম্যাক্সওয়েলের। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ক্রিস লিন চোট পাওয়াতেই কাল ইনিংস ওপেন করেছেন ম্যাক্সওয়েল।নতুন ভূমিকায় মানিয়ে নিতে একটু সময় নিয়েছিলেন ‘ম্যাড–ম্যাক্স’। প্রথম চার মারতে অষ্টম বল পর্যন্ত অপেক্ষা। কিন্তু ওই চার দিয়ে যে ঝড় শুরু, সেটি ইনিংসের শেষ ওভারের আগে আর থামেনি। ১৪টি চার ও ৯টি ছক্কায় ৬৫ বলে ১৪৫ রান করেছেন ম্যাক্সওয়েল। একসময় তো টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের ১৫৬ রানের রেকর্ডকেও হুমকির মুখে ফেলে দিয়েছিলেন। কিন্তু শেষ দুই ওভারে মাত্র ৩ বল খেলার সুযোগ পেয়ে ৩ রান করায় সেটি আর সম্ভব হয়নি।
অন্য একটি রেকর্ড ঠিকই করেছেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টিতে প্রথমবার ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। এর আগে সর্বোচ্চ ৯৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ারই ডেমিয়েন মার্টিন। সেই রেকর্ড ভেঙে দিলেন ‘মেকশিফট’ ওপেনার ম্যাক্সওয়েল।২৬৪ রান তাড়া করতে নেমে একদমই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি শ্রীলঙ্কা। একটু আধটু হাত ঘুরিয়ে বেশ কয়েকজন চেষ্টা করলেও ১৭৮ রানেই থেমেছে শ্রীলঙ্কার ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ২৬৩/৩ (ম্যাক্সওয়েল ১৪৫*, ওয়ার্নার ২৮, খাজা ৩৬, হেড ৪৫; পাথিরানা ১/৪৫, সেনানায়েকে ১/৪৯, পেরেরা ১/৫৮)
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৭৮/৯ (চান্ডিমাল ৫৮, কাপুগেদারা ৪৩, মেন্ডিস ২২; স্টার্ক ৩/২৬, বোল্যান্ড ৩/২৬, জামপা ১/২৭)
টি–টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ
প্রতিপক্ষ সাল
২৬৩/৩ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ২০১৬
২৬০/৬ শ্রীলঙ্কা কেনিয়া ২০০৭
২৪৮/৬ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২০১৩
২৪৫/৬ ওয়েস্ট ইন্ডিজ ভারত ২০১৬
২৪৪/৪ ভারত ওয়েস্ট ইন্ডিজ ২০১৬