যারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিল, যারা তাদের জন্য মায়া কান্না কাঁদে তারাও সমানভাবে অপরাধী। তারাও যুদ্ধাপরাধী, রাজাকার। তারা সব জেনে শুনেই এই অপরাধীদের রাজনৈতিক ক্ষমতায় বসিয়েছিল। এ দেশের মাটিতে তাদেরও বিচার হওয়া উচিৎ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশবাসীকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন তিনি।আজ (মঙ্গলবার) সন্ধায় গণভবনে আওয়ামীলগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে উপদেষ্টা পরিষদের এক যৌথ সভায় এ কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে কেন্দ্রীয় সিনিয়র নেতারাও উপস্থিত রয়েছেন।বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)’র সভানেত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর সকল দেশেই জঙ্গিদের শক্ত হাতে দমন করা হয়। বাংলাদেশও এ বাইরে নয়। তাহলে এসব জঙ্গি-সন্ত্রসী, রাজাকারদের জন্য আপনাদের এত মায়া কান্না কেন?
“যুদ্ধাপরাধীদের যারা মন্ত্রী বানিয়েছিল তারাও অপরাধী “
Share!