বাংলা চলচ্চিত্রের বেশ ভালো সময় যাচ্ছে। সিনেপ্রেমীদের হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় প্রযোজক ও পরিচালকরা ছবি নির্মাণ করতে সাহস পাচ্ছেন। আর সেকারণে ঈদে যেখানে মাত্র একটি-দুটি সিনেমা মুক্তি পেতো, সেখানে এখন মুক্তির মিছিলে থাকছে ৪/৫টি সিনেমা।গত ঈদে চলচ্চিত্রের সাফল্য পর এবারে কুরবানী ঈদেও মুক্তি পাচ্ছে পাঁচটি ছবি। যার মধ্যে দু’টি যৌথ প্রযোজনার বাকি তিনটি একক চলচ্চিত্র।গত ঈদে জাজ মাল্টিমিডিয়ার বিগ বাজেটের ‘শিকারী’ও ‘বাদশা ইন্ডাস্ট্রিতে রেকর্ড গড়া ব্যবসা সফল ছবি। সেই ধারাবাহিকতায় ‘প্রেম কী বুঝিনি’ ও ‘রক্ত’ সিনেমা মুক্তি পাচ্ছে।সুদীপ্ত সরকার পরিচালনায় ‘প্রেম কী বুঝিনি’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন কলকাতার নায়ক ওম ও নায়িকা শুভশ্রী। রোমান্টিক ও কমেডি ধাচের এ ছবিতে আরো অভিনয় করেছেন ফেরদৌস, শুভাশীষ মুখার্জি, জান্নাতুল ফেরদৌস পিয়া প্রমুখ।অন্যদিকে জাজের অ্যাকশনধর্মী সিনেমা ‘রক্ত’ বিনা কর্তনে মুক্তি পাচ্ছে এবারের ঈদে। যদিও প্রযোজক প্রতিষ্ঠান ‘রক্ত’ এ ঈদে মুক্তি না দেয়ার কথা বলেছিলেন। কিন্তু দর্শকদের আগ্রহে চটজলদি মুক্তি দেওয়া হচ্ছে ‘রক্ত’ ছবিটি। ছবিতে প্রথমবারের মত জাজের ছবিতে যুক্ত হয়েছেন সেনসেশন পরীমনি।দেশীয় বাজেটে এবারের সবচেয়ে বিগ বাজেট ছবি এবং অন্যতম ধামাকা ‘বসগিরি’। সিনেমাটি নিয়ে হাজির হচ্ছেন কিং শাকিব খান। সঙ্গে থাকবেন নবাগত নায়িকা বুবলি। শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’র’ সিনেমার ডাবিং’র কাজ শেষ হয়েছে। এখন শুধু কর্তনের অপেক্ষা।ছবির মূল আকর্ষণে রাখা হয়েছ চারটি গান। গানগুলো বলিউড কোরিগ্রাফার আদিল শেখ নির্মাণ করেছেন। দৃশ্যধারণ করা হয়েছে ব্যাংককে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এ ছবিতে আরো অভিনয় করেছেন মাজনুন মিজান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, মারুফ খান, অমিত হাসান, রজতাভ দত্ত প্রমুখ।রাজু চৌধুরীর পরিচালনায় শাকিব খানের আরেকটি ছবি ‘শুটার’ মুক্তি পাবে এবার ঈদে। শাকিবের বিপরীতে এ ছবিতে দর্শক বুবলিকেই খুঁজে পাবেন। ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সম্রাট, শাহরিয়াজ, কবির তিথি, এলভিন জান্নাত জাহিদ প্রমুখ। বড় বাজেটের ছবির ডাবিং’র শেষ এখন শুধু মুক্তির অপেক্ষায়।অ্যাকশন পরীমনির রোমান্টিক ছবি ‘আপন মানুষ’ মুক্তি পাবে এ ঈদে। শাহ আলম মণ্ডলের পরিচালনায় ছবিতে পরীর সঙ্গে পর্দা শেয়ার করবেন নায়ক বাপ্পী। ছবিতে আরো অভিনয় করেছেন নতুন মুখ শ্রাবণ সাহা, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ প্রমুখ।
যেসব সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে
Share!