তিনি সেখানে দেশব্যাপী ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক।কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন সফল করতে স্থানীয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগসহ প্রশাসনের কর্মকর্তারা সকল প্রস্তুতি সম্পন্ন করছেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছেন।
Share!