ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতকে যখন গুঁড়িয়ে দিচ্ছিল বাংলাদেশ, তখন গ্যালারিতে সমর্থকেরাও ধোনিদের ব্যঙ্গ করে গেয়ে উঠেছেন ‘মওকা মওকা’। দুই ম্যাচেই পুরো সময় জুড়ে গ্যালারিতে শোনা গেছে ‘মওকা মওকা’ সুরে গান, স্লোগান, চিৎকার। পুরস্কার বিতরণীর সময় ধোনি উপস্থাপকের সঙ্গে কথা বলার সময়ও এই ‘মওকা মওকা’ ধ্বনিতে কেঁপে উঠেছে চারপাশ। এমনকি স্টেডিয়ামের অফিসিয়াল ডিজে ‘মওকা মওকা’ সুর তুলেছেন শব্দযন্ত্রেহিন্দি ‘মওকা’ শব্দের মানে সুযোগ। বিশ্বকাপে ভারতকে একবারও হারাতে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গত বিশ্বকাপের আগে স্টার স্পোর্টস তাই এটিকে ভিত্তি করে বিজ্ঞাপন বানিয়েছিল ‘মওকা মওকা।’ মানে এবার পাকিস্তানের সুযোগ। বিজ্ঞাপনটি আলোচিত হওয়ায় পরে ভারতের প্রতিটি ম্যাচের আগেই বানানো হয়েছিল নতুন নতুন ‘মওকা মওকা’ বিজ্ঞাপন।
” মওকা মওকা’ নিয়ে মুখ খুললেন ধোনি”
Share!