ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছেন ৬ জন। এ ঘটনায় আহত হয়েছে ১৩ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে ভালুকার মেহের বাড়ি এলাকায়।স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাতটার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী দুটি বাস প্রতিযোগিতা করে দ্রুতগতিতে রাস্তায় চলছিল। এসময় একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা বালু ভর্তি একটি ট্রাককে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।পরে স্থানীয়রা এসে বাসের যাত্রীদের উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো ২ জনের মৃত্যু হয়।তবে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ যুগান্তরকে জানান, বাসটি ময়মনসিংহ থেকে ঢাকায় যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেয়ার পর আরো ২ যাত্রী মারা যায়।আহতদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।