এদেশে অনেক বিদেশি নাগরিক বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ বা ব্যবসা করলেও তারা যথাযথ কর দিচ্ছেন না। এ ধারণা থেকে অবৈধ বিদেশি নাগরিক ও তাদের নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠানের খোঁজে মাঠে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরই মধ্যে যেসব বিদেশি নাগরিক আয়কর দাখিল করেন না তাদের খুঁজে বের করতে ঢাকা ও চট্টগ্রামে গঠন করা হয়েছে দুটি টাস্কফোর্স। এ ছাড়া রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে স্টিয়ারিং কমিটি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাউন্টার স্থাপন, তথ্য সংরক্ষণে সফটওয়ার তৈরিসহ বিনিয়োগ বোর্ড ও বেপজার কাছে তথ্য জানতে চেয়েছে এনবিআর।
Share!