বাংলাদেশের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেছেন, বোলারদের মানসিকতা দৃঢ়করণে কাজ করবেন তিনি। রবিবার প্রথমবারের মতো কোচ হিসেবে মিরপুর স্টেডিয়ামে এসে তিনি এ কথা বলেন।শনিবার রাতে ঢাকায় এসেছেন ক্যারিবীয় বোলিং কিংবদন্তি। একরাত বিশ্রাম নিয়েই রবিবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বাংলাদেশের বোলিং সম্পর্কে তিনি বলেন, বোলিং লাইন আপ খুব শক্ত ভিত্তির উপর দাড়িয়ে আাছে। আমি খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কাজ করবো এবং খেয়াল রাখবো যাতে তারা ইনজুরি মুক্তভাবে ধারাবাহিক পারফর্ম করতে পারবে।
Share!