Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

‘জঙ্গিবাদের মদদদাতাদেরও আইনের আওতায় আনা হবে’

একাত্তরে মুক্তিযুদ্ধের ঘাতকদের স্বজনরা, যারা দেশে ও বিদেশে অবস্থান করে জঙ্গিবাদে মদদ দিচ্ছে, অর্থায়ন করছে ও জঙ্গিবাদকে প্রশয় দিচ্ছে, তাদের ও তাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত আগষ্ট, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধের ঘাতকদের পরিবারকে খুঁজে বের করতে হবে। এবং সেই সাথে তাদের আইনের আওতায় আনতে হবে। আর আনতে পারলে তাদের বড়  ভাইদের ধরতে পারবো।’‘জঙ্গিবাদদের মূল লক্ষ বাংলাদেশকে ধ্বংস করা ও অর্থনৈতিককে পঙ্গু করা।’একই অনুষ্ঠানে শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেন, যে মতাদর্শ ১৯৭১ সালে রাজাকার ও আলবদর হিসেবে সৃষ্টি করেছিলো, সে মতাদর্শ তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top