আবারো এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাকিহিকো নাকাও। ২০১৩ সালের ২৮ এপ্রিল এডিবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় মেয়াদে আগামী ২৪ নভেম্বর থেকে দায়িত্ব পালন করবেন তিনি।
নতুন করে দায়িত্ব গ্রহণের পর আগামী ৫ বছরের জন্য সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন তিনি।নতুন করে এডিবি সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি এক প্রতিক্রিয়ায় জানান, এডিবির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মত নির্বাচিত হওয়া আমার জন্য অনেক সম্মানের। আমি এডিবিকে আরো নতুন এক উচ্চতায় নিয়ে যেতে চাই। আশা করছি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই অঞ্চলকে আরো সহযোগিতা করতে পারবে এডিবি।
Share!