অবশেষে পর্দা উঠল ২০১৬ অলিম্পিক গেমসের। বাংলাদেশের স্থানীয় সময় শনিবার ভোর ৫টায় ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে শুরু হয় অলিম্পিক গেমসের উদ্বোধন অনুষ্ঠান। এটি অলিম্পিক গেমসের ২৮তম আসর। ধারণা করা হচ্ছে টেলিভিশনের মাধ্যমে বিশ্বজুড়ে ৩০০ কোটি মানুষ সরাসরি এই উদ্বোধন অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছেন। ২০৬টি দেশের পাশাপাশি এবারের আসরে অংশ নিচ্ছে শরণার্থীদের একটি দল। মোট ২৮টি বিভাগে প্রতিযোগিতা করবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যাথলেটরা। এবারের উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য কাজ করেছেন ৩০০ নৃত্যশিল্পী, পাঁচ হাজার স্বেচ্ছাসেবী। তাঁদের জন্য তৈরি করা হয়েছে ১২ হাজার পোশাক।আমাজনের অরণ্য ব্রাজিলের গর্ব। উদ্বোধন অনুষ্ঠানে তুলে ধরা হয় এই গর্বকে। বানর, ম্যাকাউ পাখি আর বৃষ্টির শব্দ ফুটিয়ে তোলার মাধ্যমে আমাজনকে সারা বিশ্বের কাছে তুলে ধরে ব্রাজিলিয়ানরা। বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তন বর্তমান পৃথিবীর অন্যতম সমস্যা। আর এই সমস্যা নিয়েও সতর্ক করে দেওয়া হয় বিশেষ পারফরম্যান্সের মাধ্যমে।এসবের পাশাপাশি উদ্বোধন অনুষ্ঠানের নিয়মিত আয়োজনও ছিল। যেসবের মধ্যে ছিল মশাল প্রজ্বালন, শপথ গ্রহণ, ক্রীড়াবিদদের প্যারেড। প্রায় ১১ হাজার অ্যাথলেটের মিলনমেলার বড় আকর্ষণ এই প্যারেডে বাংলাদেশের পতাকা বহন করেন গলফার সিদ্দিকুর রহমান।
অবশেষে পর্দা উঠল অলিম্পিক গেমসের
Share!