আজ বৃহস্পতিাবর রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কাজী রিয়াজুল হকের নিয়োগের বৈধতা নিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯-এর ৬(৩)ধারায় বলা হয়েছে, ‘কমিশনের চেয়ারম্যান এবং সদস্যগণ কার্যভার গ্রহণের তারিখ হইতে তিন বৎসর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন। তবে শর্ত থাকে যে, একই ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য হিসাবে দুই মেয়াদের অধিক নিয়োগ লাভ করিবেন না। কিন্তু সদ্য কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত কাজী রিয়াজুল হক কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসাবে কর্মরত ছিলেন। তাই কমিশন আইনের ৬(৩) ধারা অনুযায়ী রিয়াজুল হকের নিয়োগ প্রক্রিয়াটি আইনপরিপন্থী অবৈধ নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তা না হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে সতর্ক করা নোটিশে। বঙ্গভবনের সচিব, জাতীয় সংসদের স্পিকার, আইনমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ-সচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে নোটিশটি পাঠানো হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে নোটিশ
Share!