উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষমুহূর্তে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জ্যামাইকাকে। ৪ উইকেটের জয় দিয়ে ফাইনালের টিকেট পেয়ে গেছে গুয়ানা।গত তিন-চারটি ম্যাচের মতো আজও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। ছয় নম্বরে ব্যাট করতে নেমে আউট হয়েছেন মাত্র ২ রান করে। বড় কোনো ইনিংস খেলতে পারেননি জ্যামাইকার অন্য ব্যাটসম্যানরাও। সর্বোচ্চ ৩৩ রান এসেছে গেইলের ব্যাট থেকে। সেই সঙ্গে রোভমান পাওয়েলের ২৩, কুমার সাঙ্গাকারার ২০ রানের ছোট ইনিংসগুলোতে ভর করে জ্যামাইকার স্কোরবোর্ডে জমা হয়েছিল ১৪৬ রান।কম পুঁজি নিয়েও অবশ্য ভালোই লড়াই করেছিলেন জ্যামাইকার বোলাররা। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ভালো নৈপুণ্য দেখিয়েছিলেন সাকিব। কোনো উইকেট না পেলেও ৪ ওভার বল করে দিয়েছিলেন মাত্র ২০ রান। জ্যামাইকার জয়ই দেখছিলেন অনেকে। কিন্তু চাপের মুখে অসাধারণ ব্যাটিং করেছেন পাকিস্তানের সোহেল তানভির। খেলেছেন ১৩ বলে ২১ রানের মহামূল্যবান ইনিংস। এর আগে বল হাতেও জ্বলে উঠেছিলেন তানভির। চার ওভার বোলিং করে ২৪ রানের বিনিময়ে নিয়েছিলেন দুটি উইকেট। দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন পাকিস্তানের এই ক্রিকেটার। গুয়ানার পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংসটি এসেছে অস্ট্রেলিয়ার ক্রিস লিনের ব্যাট থেকে।প্রথম প্লে-অফে হারলেও ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ অবশ্য আছে সাকিবদের সামনে। এ জন্য ৫ আগস্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের তৃতীয় প্লে-অফ ম্যাচে অবশ্যই জিততে হবে তাদের। সেখানে জ্যামাইকার প্রতিপক্ষ হবে সেইন্ট লুসিয়া জুকস অথবা ত্রিনিবাগো নাইট রাইডার্
আরেকটি সুযোগ অবশ্য আছে সাকিবদের সামনে
Share!