১৮ আগস্ট এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরা। শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানোর পর রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক পত্রে ১৮ আগস্ট ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
Share!