ঢাকায় ফিরে আজ শনিবার থেকে ‘শুটার’ ছবির শুটিং শুরু করেছেন শাকিব খান। দেশে ফিরে বিশ্রাম না নিয়েই শুটিং করার বিষয়ে শাকিব খান বলেন, “গতকাল ফিরেছি। প্রথমে ভেবেছিলাম একদিন রেস্ট নিয়ে শুটিং শুরু করি। কিন্তু ‘শুটার’ ছবির সেটসহ পুরো ইউনিট রেডি। যে কারণে আজ থেকেই শুটিং শুরু করেছি।”
Share!