Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সিলেটে হিযবুতের সদস্য ৫ দিনের রিমান্ডে

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর আটক সদস্য তাসফিক আহমদের (২৪) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুদ্দিন মোঃ ইলিয়াছ তাসফিক আহমদকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানআদালত শুনানি শেষে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।গত মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ১৫-২০জন হিযবুতের সদস্য মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণকালে র‌্যাব তাসফিককে গ্রেফতার করে।র‌্যাব জানায়, গ্রেফতার হিযবুত তাহরীরের সদস্য আহমেদ তাসফিকের নেটওয়ার্কের সন্ধানে তৎপর র‌্যাব-৯। তাসিফিকের দেয়া তথ্যমতে সিলেটের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তার নেটওয়ার্কে জড়িত। এরমধ্যে বিতর্কিত দানবীর রাগীব আলীর মালিকানাধীন লিডিং ইউনিভার্সিটিসহ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম ইেিতামধ্যে উঠে এসেছে।সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবীর এমন তথ্য দেন।তিনি বলেন, আহমেদ তাসফিক সিলেট নগরীর লিডিং ইউনিভার্সিটির সিভিল ইনঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র। সে দীর্ঘদিন থেকে হিযবুত তাহরীরের পক্ষে কাজ করে যাচ্ছে। তার সাথে ওই বিশ্ববিদ্যালয়সহ এমসি কলেজের আরো কয়েকজন শিক্ষার্থী এই জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে যাচ্ছে। তাদেরকে গ্রেফতার করার জন্য র‌্যাবের একটি দল কাজ করছে।র‌্যাব জানায়, তাসফিক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে। বর্তমানে সে জালালাবাদ ২৭/৩ নং বাসায় বসবাস করে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top