সাকিব আল হাসান লম্বা বিরতি শেষে আজ আবার মাঠে নামছেন । ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলে আজ সাকিবের দল জ্যামাইকা তালাওয়াসের প্রতিপক্ষ সেন্ট লুসিয়া জুকস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। সিপিএলে জ্যামাইকা সর্বশেষ ম্যাচ খেলেছিল গত ২০ জুলাই। বার্বাডোজ ট্রাইডেন্টসকে সেই ম্যাচে সহজেই হারিয়েছিলেন সাকিব-গেইলরা। বার্বাডোজকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও মজবুত করেছিল জ্যামাইকা। মাঝে এতগুলো দিন মাঠে না নামলেও সম্মানটা হাতছাড়া হয়নি তাঁদের। আট ম্যাচ থেকে জ্যামাইকার সংগ্রহ ১৩ পয়েন্ট। নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ছয় দলের এই প্রতিযোগিতায় আগেই সেরা চারে উত্তরণ নিশ্চিত করে ফেলায় জ্যামাইকা এক দিক দিয়ে নিশ্চিন্ত। দলের সাফল্যে সাকিবেরও অনেক বড় অবদান। সিপিএলে নিজের দ্বিতীয় আসরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করেছেন এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। আটটি ম্যাচেই খেললেও ছয়বার ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি। ছয় ইনিংসে ৩২.৫০ গড়ে তাঁর মোট রান ১৩০; সর্বোচ্চ অপরাজিত ৫৪। বল হাতেও যথেষ্ট উজ্জ্বল বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। এবারের সিপিএলে ১৭ ওভার বল করে ছয় উইকেট নিয়েছেন সাকিব। সেরা বোলিং দুই রানে দুই উইকেট, ইকোনমি রেট ৭.১৭। মাঝের বেশ লম্বা ছুটি ভালোই কেটেছে সাকিবের। যুক্তরাষ্ট্রের মায়ামিতে বেড়াতে গিয়েছিলেন তিনি। বেড়ানোর ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও।
লম্বা বিরতি শেষে আজ আবার মাঠে নামছেন সাকিব আল হাসান
Share!