জাপানে একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ছুরি হাতে একব্যক্তির হামলায় অন্তত ১৯ জনের নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। জাপানের সংবাদ সংস্থা কিয়োডো বলছে, টোকিওর পশ্চিমে কানাগাওয়া অঞ্চলের সাগামিহারার পুলিশ সন্দেহভাজন হামলাকারী হিসেবে ২০ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে সুকুই ইয়ামাউরি গার্ডেনে ছুরি হাতে একব্যক্তির ঢুকে পড়ার খবর জানায় ওই কেন্দ্রের কর্মীরা। পরে এক ব্যক্তি থানায় গিয়ে বলে, “এটা আমি করেছি।” প্রায় ২০ বছর বয়সী ওই ব্যক্তিকেই গ্রেপ্তার করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।
জাপানে ছুরিকাঘাতে নিহত ১৯ ও ২০ জন আহত
Share!