মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশনে নিহত ৯ সন্ত্রাসী উচ্চশিক্ষিত ছিল । তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সফল অপারেশনের কারণে ভয়াবহ পরিস্থিতি থেকে দেশ ও জাতি রক্ষা পেয়েছে। দেশে জঙ্গিবাদ সমস্যা দেখা দিয়েছে। এই জঙ্গিবাদ হচ্ছে, ধর্মকে ব্যবহার করে মানুষ খুন অথচ ইসলাম ধর্ম শান্তির কথা বলে। যেভাবেই হোক এই জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে।
Share!