Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

পুলিশকে সতর্ক থাকার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক পুলিশ সদস্যদের ওপর কয়েকটি হামলার ঘটনায় এই বাহিনীর সদস্যদের কর্তব্য পালনের সময় তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালদুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ কনস্টেবল নূরে আলমকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ পরামর্শ দেন।এর আগে সকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নন্দন পার্কের কাছের চেকপোস্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল মুকুল। এছাড়া আহত হন কনস্টেবল নূরে আলম।এদিকে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরায় পুলিশের টহল ভ্যানে দুর্বৃত্তরা গুলি চালায়। এ সময় পুলিশের গাড়িটি খাদে পড়ে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।এছাড়া গত ২৩ অক্টোবর রাতে গাবতলি পর্বত সিনেমা হলের সামনে তল্লাশির সময় দুর্ব্ত্তৃদের ছুরিকাঘাতে পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা নিহত হন।এসব হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধীদের বিচার নস্যাৎ করতে ও আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পুলিশের ওপর হামলার পথ বেছে নেয়া হয়েছে। তিনি এ বিষয়ে পুলিশ সদস্যদের কর্তব্য পালনে সতর্ক থাকার পরামর্শ দেন।আসাদুজ্জামান খান কামাল বলেন, ভিন্ন ভিন্ন নাম দিয়ে একই দুর্বৃত্তচক্র দেশব্যাপী নাশকতার বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। তারা কখনও আনসার উল্লাহ বাংলা টিম, কখনও আইএস, কখনও আল কায়েদা ইত্যাদি নাম ব্যবহার করে অপকর্ম সংঘটন করছে।এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top