বাংলাদেশে আইএস নেই বলে সরকারের পক্ষ থেকে বারবার যে বক্তব্য তুলে ধরা হচ্ছে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিমত নেই বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। সোমবার সকালে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন। তবে একটি মহল এদেশে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেন বার্নিকাট। তিনি বলেন, ‘আমি মনে করি এদেশের রাজনীতি ও সংস্কৃতি জঙ্গিবাদকে সমর্থন করে না। তবে একটি গোষ্ঠী জঙ্গিবাদকে উসকে দিচ্ছে। সেই গোষ্ঠীকে খুঁজে বের করতে এ দেশের সরকারের সাথে আমরা ঐক্যবদ্ধ।
Share!