মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে গেলো। মীর কাসেমের আইনজীবীরা মানসিকভাবে প্রস্তুত নয় জানিয়ে সময় আবেদন করলে আপিল বিভাগ ২৪শে আগষ্ট রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য করেন। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, এরপর আর কোনো সময় দেয়া হবে না। এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বার বার সময় আবেদন করে রিভিউ শুনানি দীর্ঘায়িত করার চেষ্টা করছে আসামিপক্ষ।
সোমবার শুনানি শুরুর আগ মুহুর্তে আসামিপক্ষের আইনজীবী রিভিউ শুনানির জন্য মানসিক প্রস্তুত নয় জানিয়ে দুই মাসের সময় আবেদন করেন। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ। পরে আগামী ২৪শে সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন আদালত। এরপর আর সময় দেয়া হবেনা বলেও আসামিপক্ষকে জানিয়েছেন আপিলবিভাগ। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘প্রস্তুতির জন্য আমরা দুই মাস সময় চেয়েছিলাম। আদালত এক মাস দিয়েছে। ২৪ অগাস্ট শুনানির তারিখ দিয়েছে।’ দণ্ড মওকুফ চেয়ে ৮৬ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১৪টি যুক্তি তুলে ধরেছেন মীর কাসেম। রিভিউ দায়েরের পর তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, এতে ‘ন্যায়বিচার’ পাবেন বলে তারা ‘প্রত্যাশা’ করছেন।
মীর কাসেম আলীর শুনানি পিছিয়ে গেলো এক মাস
Share!