শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গণবিক্ষোভে চলাকালে আত্মঘাতী হামলায় অন্তত ৮০ জনের মৃত্যু, আহত হয়েছেন দুই শতাধিক। এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। খবর ডনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ইসমাইল কাউসি বলেন, ঘটনাস্থল থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহত অবস্থায় ২০৭ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Share!