শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠে আলোর পথে যাত্রা শুরু হয়েছে; তাই চলমান আঁধার দ্রুতই কেটে যাবে। বিশ্ববাসী বাংলাদেশের পাশে আছে তাই জনগণ সচেতন থাকলে দেশে কখনোই জঙ্গিবাদ ঠাঁই পাবে না। আজ ‘জঙ্গিবাদ বিরোধী একটি ঐক্য গড়ে উঠেছে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ঐক্যবদ্ধ হয়েই আমাদের চলতে হবে। আমি বিশ্বাস করি এই অন্ধকার আর থাকবে না। আলোর পথে আবারো আমরা যাত্রা শুরু করেছি। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, বিশ্বনেতারা জানিয়েছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তারা বাংলাদেশের পাশে রয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, জনতার শক্তিই সবচেয়ে বড় শক্তি, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। এই জনগণই যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে প্রতিরোধ গড়ে তুলেছে। জনগণ সচেতন থাকলে এদেশে কখনোই জঙ্গিবাদের ঠাঁই হবে না।
এদেশে কখনোই জঙ্গিবাদের ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী
Share!