জার্মানির মিউনিখে অলিম্পিয়া শপিং মলে ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক হামলার ঘটনায় ৯ জন নিহত ও অন্তত ২১ জন আহত হন। এ ঘটনায় মিউনিখ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে, মিউনিখের হামলার পর নাগরিকদের জার্মানি ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পরিস্থিতি মোকাবিলায় জার্মানিকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
Share!