শনিবার ভোর ৪টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে ইছামতি নদীর ধারে বিএসএফের গুলিতে পুটখালী গ্রামের ছবেদ আলীর ছেলে শহীদ (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, ভোরে শহীদসহ কয়েকজন ইছামতি নদীপাড়ে ভারত থেকে আসা গরু নিতে অপেক্ষা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি শুরু করে। এতে শহীদ গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। পরে তার মরদেহ ভেসে উঠে। ২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার সামসুর রহমান জানান, শহীদের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
Share!