বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের কমিটিতে পদধারী ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।এসময় উভয় পক্ষের মধ্যে প্রায় ৩৫ রাউন্ড গুলি বিনিময়ের শব্দ পাওয়া যায়। এতে পদ বঞ্চিত পক্ষের আবির নামে এক নেতাসহ তিনজন আহত হয়েছে বলে জানা যায়।আহতদের চবি মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় আবিরকে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
Share!