বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম বলেছেন, বিরোধী দল করার অপরাধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বারবার জেলে যেতে হচ্ছে। সঠিক বিচার হলে তাকে এতবার জেলে যেতে হতো না বলে তিনি মন্তব্য করেন।তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, আমরা সঠিক বিচার পাচ্ছি না। আমরা কার কাছে বিচার চাইব। বলার কোন ভাষা নেই। তার মতো সহজ সরল একজন অসুস্থ মানুষকে এভাবে হয়রানি কররাহাত আরা বলেন, বিচার বিভাগের এরকম আচরণ পরিবারের পক্ষ থেকে আমরা আশা করিনি।এ নিয়ে ছয়বার তাকে কারাগারে যেতে হলো।তিনি এখনো সুস্থ্য হয়ে উঠেননি। শরীরের ওজন কমে যাওয়ায় ঘন ঘন মাথা ঘুরে যায়। ডায়াবেটিসও বেড়ে গেছে। রাতে ঘুমাতে পারেন না। মির্জা ফখরুল ইসলামের শারীরিক ও মানবিক দিক বিবেচনা করে তাকে যেন মুক্তি দেয়া হয়। সরকারের কাছে আহবান জানিয়ে তার স্ত্রী বলেন, মির্জা ফখরুল রাজনীতি করেন এ অপরাধে যেন তাকে হয়রানি না করা হয়।তিনি দেশবাসীর কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দোয়া চেয়েছেন ।
আমাদের দুর্ভাগ্য আমরা বিচার পাচ্ছি না
Share!