গতকাল রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) আয়োজিত এক সভায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, সাম্প্রতিক সময়ে কিছু মানুষের বরাত দিয়ে প্রকাশিত সংবাদ দেখে আমি মর্মাহত হয়েছি। যাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী সহায়তার প্রস্তাব হয় বাংলাদেশে অভিযান, নয়তো বাংলাদেশকে দখল অথবা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার, এমনকি যুদ্ধে জড়িত করার একটি প্রচেষ্টা। আমি নিশ্চিত করতে চাই আমরা অংশীদার হিসেবে বাংলাদেশকে সহায়তা দিতে চাই, এমন একটি অংশীদার যারা দুঃখজনকভাবে দীর্ঘ দিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। বার্নিকাট বলেন, কোনো দেশ আজ এককভাবে সন্ত্রাসের মোকাবেলা করতে পারে না। সন্ত্রাসবাদীরা কোনো নির্দিষ্ট সীমান্তে কাজ করে না। তাই সন্ত্রাস দমন প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে অংশীদার হিসেবে দেখতে চাই।
সন্ত্রাস দমন প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে অংশীদার হিসেবে দেখতে চাই:মার্শা বার্নিকাট
Share!