বুধবার শহরের উত্তর তেমুহনী থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি ঢাকার গুলশানে ও শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিভিন্ন মাদরাসার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নাই। ইসলামে জঙ্গিবাদ হারাম। যারা ইসলামের নামে জঙ্গিবাদ করে মানুষ হত্যা করে, তারা কখনো ইসলামের বন্ধু হতে পারেনা তারা ইসলামের শত্রু।
Share!