Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

যাদের ঐক্য হলে সন্ত্রাস দূর করা যাবে, তাদের ঐক্য ঠিকই গড়ে উঠেছে

গতকাল রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সব সময় সন্ত্রাসবিরোধী, জঙ্গিবাদবিরোধী। এ দেশের মানুষকে সব সময় এর বিরুদ্ধে সচেতন থাকতে হবে জানিয়ে সবাইকে যার যার অবস্থানে থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।  এসব কথা বলেন। ১৫-১৬ জুলাই মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত ১১তম আসেম সম্মেলনের সার্বিক বিষয়ে জানাতে এর আয়োজন করা হয়। বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো মনে করি ইতিমধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে গেছে। আর যারা সন্ত্রাস, জঙ্গিবাদ, পুড়িয়ে মানুষ মারা অথবা যুদ্ধাপরাধে জড়িত তাদের কথা আলাদা। যাদের ঐক্য হলে সত্যিকারভাবে সন্ত্রাস দূর করা যাবে, তাদের ঐক্য কিন্তু ঠিকই গড়ে উঠেছে। এই ঐক্য থাকবে, এটাই হলো বাস্তব।’ প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, অন্য সব দেশেই এটি ঘটছে। আন্তর্জাতিকভাবে সবাইকে মিলে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবারই সহযোগিতা চাই। তবে কে আমাদের সাহায্য করল, আর না করল তা নিয়ে বসে থাকলে চলবে না। সবাইকেই সহযোগিতা করতে হবে। কিভাবে হচ্ছে, কারা করছে, কখন করছে—এসব নিয়ে আমরা তথ্য বিনিময় করব। এগুলো মোকাবিলার জন্য আমরা যা যা করার করব। এ দেশে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘সব সময় সবাই মনে করত মাদ্রাসার ছাত্ররা এসব করে। এখন দেখা যাচ্ছে উচ্চবিত্ত, যাদের সব চাহিদা পুরণ হচ্ছে, এখন আর কিছু না পেয়ে মানুষ হত্যায় নেমে গেছে। তারা এখন হুর-পরি পেতে ব্যস্ত হয়ে পড়েছে। তারা এখানে কেন এলো? এর কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্ররা না হয় বুঝলাম কম বয়সী, কিন্তু শিক্ষকরা জঙ্গিবাদে জড়ায় কিভাবে? কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডকে মদদ দেওয়া খুব দুঃখজনক।’

 

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top