Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আজ ময়মনসিংহ-১ ও ৩ আসন দুইটির উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সোমবার সকাল ৮টা থেকে জাতীয় সংসদের উপজেলা হালুয়াঘাট ও ধোবাউড়া সমন্বয়ে গঠিত ময়মনসিংহ-১ এবং গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩  এই দুই আসন দুইটির উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে । একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।  কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি ছিল কম। হালুয়াঘাট-ধোবাউড়া আসনে ১৩৩ কেন্দ্রে ৩ লাখ ৬২ হাজার ৬৯৪ জন ভোটার এবং গৌরিপুর আসনে ৮৭টি কেন্দ্রে ২ লাখ ২৬ হাজার ২৩৫ জন ভোটর ভোটদানে অংশগ্রহণ করছেন। ময়মনসিংহ-১ আসনের এমপি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের জুয়েল আরেং, জাপার অ্যাডভোকেট সোহরাব খান এবং সেলিমা খাতুন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা আলহাজ নাজিম উদ্দিন আহমেদ, জাতীয় পাটির প্রার্থী শামসুজ্জামান জামাল, ন্যাপের প্রার্থী আব্দুল মতিন মাস্টার, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবু তাহের, স্বতন্ত্র প্রার্থী হাফেজ আজিজুল হক প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top