আজ শনিবার সকালে রাজধানীর পল্টনের মুক্তিভবনে সংবাদ সম্মেলন করে সুন্দরবন রক্ষার স্বার্থে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সম্পর্কে গণভোটের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র স্থাপন জনগণ অনুমোদন করে কি না এটা যদি একটা গণভোট হয় এখন, যদি সেই গণভোট ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো না হয়, যদি সাম্প্রতিক ইউনিয়ন কাউন্সিলের ইলেকশনের মতো না হয়, যদি ন্যূনতম মান রক্ষা করে একটা গণভোট এখানে বাংলাদেশে করা যায়। প্রশ্ন হচ্ছে সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র করতে আপনি সম্মত আছেন কি না। আমরা নিশ্চিত শতকরা ৯৯ ভাগ মানুষ এর বিরুদ্ধে ভোট দেবে।’ সুন্দরবনের অদূরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করলে যে বিপর্যয় সৃষ্টি হবে সে বিষয়ে একটি গবেষণাপত্র উপস্থাপন করা হয় সংবাদ সম্মেলনে। এরই মধ্যে হয়ে যাওয়া এ সংক্রান্ত সব চুক্তি বাতিলের দাবি জানান তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। চুক্তি বাতিলের দাবিতে আগামী ২৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রাসহ কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়।
সুন্দরবন রক্ষার স্বার্থে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে গণভোটের দাবি
Share!